Description:
গ্রন্থ আলাপন ০২ – লেখক ও বইয়ের মুখোমুখি
সমাজ ও সংস্কৃতি বিবিধ বিষয়ে সম্প্রতি প্রকাশিত বই নিয়ে আলোচনার সুযোগ করে দিতে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের নতুন আয়োজন “গ্রন্থ আলাপন – লেখক ও বইয়ের মুখোমুখি”। আমরা আশা করছি যে, এর মাধ্যমে লেখকের সাথে পাঠকের মুখোমুখি হওয়ার সুযোগ হবে। আর একাডেমিক আলোচনা ও প্রশ্নভিত্তিক চিন্তাচর্চায় আগ্রহী করে তুলবে ।