গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জননন্দিত অর্থমন্ত্রী, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বরেণ্য কর্মকর্তা ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিতের প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁর কৃতিত্বের পরিধি ব্যাপক ও বহুধাবিস্তৃত। এসব কর্ম ও অবদান সামনে রেখে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন। বিশিষ্ট আলোচকদের মধ্যে থাকবেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন, বেঙ্গল ফাউন্ডেশন ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি আবুল খায়ের লিটু, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মুক্তিযুদ্ধ জাদুঘর ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি মফিদুল হক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দীন আহমেদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এম. মোকাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বেঙ্গল ফাউন্ডেশন ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরী।