মাজ ও মানববিদ্যা উচ্চতর কোর্স-১ : রাজনৈতিক চিন্তা, তত্ত্ব ও তর্ক জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সহযোগিতায় পরিচালিত ‘সমাজ ও মানববিদ্যা উচ্চতর কোর্স-১ : রাজনৈতিক চিন্তা, তত্ত্ব ও তর্ক’-এ অংশগ্রহণের জন্য আবেদনপত্র আহবান করা হচ্ছে। জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ওয়েবসাইট (শীঘ্রই আপলোড করা হবে) ও ফেসবুক পেইজ থেকে ডাউনলোড কিংবা ফাউন্ডেশনের ধানমন্ডিস্থ অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের জন্য কোনো ফি লাগবে না। আবেদনপত্র পূরণ করে ফাউন্ডেশনের অফিসে জমা কিংবা স্ক্যান করে ফাউন্ডেশনের ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সময়কাল : মার্চ-জুলাই ২০১৯। (সাধারণত) প্রতি বুধবার সন্ধ্যা ৬.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত ২টি ক্লাস (প্রতিটি ক্লাস : ১.১৫ মিনিট), মোট ১২ কার্যদিবসে ২৪ টি ক্লাস।